মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মণ্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ সুমনা আক্তার, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাবলু মিয়া, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। এসময় বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতের গণহত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে শহীদ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দোয়া পরিচালনা করেন মুফতি ওমর ফারুক।
সুন্দরগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

Leave a Reply