ইন্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২জেলেকে ৯৯৯এর কলে উদ্ধার করেছেন কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২জেলেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড। বিপদগ্রস্ত হয়ে পড়া এ জেলেরা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে শনিবার (২৩মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, গত ১৫মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এফ,বি হানিফ মুন্সী নামক মাছ ধরার একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরী সেবা ৯৯৯নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরবর্তীতে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২জেলেকে উদ্ধার করেন। কোস্ট গার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে । রবিবার তাদেরকে নিজ বাড়ীতে পাঠানো হবে বলে জানান কোস্ট গার্ড। এ সকল জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটায় বলেও জানায় কোস্ট গার্ড। তবে তাৎক্ষণিক জেলেদের তাদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *