সাভার ও আশুলিয়ায় মরা গরুর পঁচা মাংস বিক্রি

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মরা গরুর পঁচা মাংস বিক্রি হয়। এর আগে সাভারে কাদের মিয়া নামে এক দোকানদারকে মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ।

বুধবার (২০ মার্চ ২০২৪ইং) রাত ৮টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা বেরুন হাউজিং বাজারে মানিকগঞ্জের মোঃ সানি কসাইয়ের মাংসের দোকানে দুর্গন্ধ পচা মাংস বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে ক্রেতার কাছে, এসময় উপস্থিত জনতা দোকানের পঁচা মাংস গোস্ত রাস্তায় ফেলে দেয়, বাজারের লোকজনের অনুরোধে দোকানের কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়, এসময় দোকান মালিক সানিকে পাওয়া যায়নি।

এর আগে গত (০৯ ফেব্রুয়ারি) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচা বাজারে কাদের মিয়ার মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রি করার সময় অভিযান চালায় পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে একটি অসুস্থ গরু দোকানে আনেন কাদের মিয়া। পরে ওই গরুটি মারা যায়। এ সময় গরুটি জবাই করে মাংস বিক্রি শুরু করেন কাদের। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন এক ক্রেতা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে কাদের মিয়াকে আটক করা হয়।

জানা গেছে, সাভার আশুলিয়ায় হাট-বাজারে বিভিন্ন সময় আদামরা ও মৃত গরু এবং শিয়াল ও কুকুর জবাই করে মাংস (গোস্ত) বিক্রি করার ঘটনা ঘটে। কিছু অসাধু কসাই মাংস বিক্রেতা যেখানে সেখানে পশু জবাই করে মাংস বিক্রি করে, সংশ্লিষ্ট কর্মকর্তা নিরব ভূমিকায় থাকার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে লাখ লাখ মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *