হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ও বাসা বাড়িতে হাজার হাজার বাড়তি চুলার, সংশ্লিষ্ট কর্মকর্তা রহস্যজনক কারণে নিরব ভূমিকা, এর কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
মঙ্গলবার জানা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়া দি রোজ গার্মেন্টস এর পশ্চিম পাশে নবাব আলীর বাড়িতে গত বৃহস্পতিবার অতিরিক্ত চুলা ও বকেয়া বিল এর কারণে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, সে বিল পরিশোধ না করে গত শুক্রবার অবৈধ ভাবে তিতাসের ঠিকাদার ইয়াছিন এর ভাই রাসেলের মাধ্যমে, সেনেটারী মিস্ত্রি মাসুমকে দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইজার লাগানোর সময় ক্যামেরাবন্দি হয়। উক্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মঙ্গলবার ওই বাড়ির আশপাশের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অতিরিক্ত চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
এর আগে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সাবেক যুবলীগ নেতা জামান মন্ডল দালাল কর্তৃক ১০-১৫টি বাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তার বক্তব্য নিতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সরকারি সম্পদ তিতাস গ্যাস চোরদের গলাবাজি বাড়ছে, চোরের মায়ের বড় গলাবাজি দেখে অবাক সচেতন মহল, এদিকে তিতাস গ্যাস সেক্টরে অনিয়ম দুর্নীতিতে সাভার আশুলিয়া থেকে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অন্যদিকে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা সাভার ও আশুলিয়ার অফিসের একজন অন্যজনকে দায় দিয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে।

Leave a Reply