রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকরি প্রধানদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ থেকে ২০ মার্চ তিন দিন ব্যপি রাজশাহী সরকারি টি.টি কলেজের অডিটারিয়ামে সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওয়াধীন ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিমের অধীনে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণ ও সহকারী প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটারিং ও মেন্টরিং বিষয়ক ৩ দিন ব্যপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার
মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খান।

রাজশাহীর এ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলার সকল উপজেলার ৪টি ব্যাচে ১হাজার ৩ শ ৩৬জন প্রতিষ্ঠান প্রধানগণ, সহকারি প্রধানগন অংশ গ্রহন করবেন। ৩ দিনব্যপি রাজশাহী টিটি কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্কুল, কলেজ, মাদ্রসার প্রধান প্রধান, সহকারি প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ ও নতুন করিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দোশ্য বলে জানান, মাষ্টার ট্রেনারগন।

এর আগে জেলার সকল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক, শিক্ষকদের নতুন করিকুলামের উপর প্রশিক্ষন দেয়া হয়। ৬ষ্ঠ ও ৭ম. ৮ ম. ও ৯ম. শ্রেনিতে নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা হয়েছে এবং সে অনুযায়ী পাঠদান কার্যক্রম চলছে।

রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, ১হাজার ৩ শ ৩৬ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণ প্রশিক্ষণ সফলভাবে শেষ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। সকল শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা বই ও টিজি নিয়ে পাঠদান করাতে হবে। বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ে উপজেলায় এ কারিকুলামের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং, মেন্টরিং জোরদার করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগজ, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক শিক্ষিকাগণকে সোকজ দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব- শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তাই এব্যপারে সর্তক থাকতে হবে।

এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে করেন গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,
আলকাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামানসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *