হবিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
১৭ মার্চ সকাল ৯টায় জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নিমতলায় শ্রদ্ধানিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের মাননীয় সাংসদ এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, ও সরকারি কর্মকর্তা বৃন্ত।
সকাল সাড়ে ৯টায় র‍্যালি, ও সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষীকি বাঙালির এক আপার আনন্দের দিন ১৯২০ সালের এইদিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালবসায় চিরকাল স্মরণ করবে।
শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয় আরও ুউপস্তিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, রাজনৈতিক সামাজিক, সাংবাদিক, ও সাধারণ জনগণ সরকারি কর্মকর্তা বৃন্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *