January 2, 2025, 6:39 pm
স্টাফ রিপোর্টার।
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী মডেল থানায় পৌছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহ পুলিশ কর্মকর্তারা। বরিশালে নবনিযুক্ত জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদীতে সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ০৪ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টা ৩০ মিনিটে গৌরনদী মডেল থানা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন,গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী,মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি জি এম জসিম উদ্দিন,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন,
সাংবাদিক রনি, সাকিব খানসহ উপ-পরিদর্শক সহিদুল ইসলাম, কেএম আব্দুল হক, কামাল হোসেন, আব্দুল হক সিকদার, সহ গন্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের নেতারা সহ প্রমুখ।