মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ ‘তেঁতুলিয়ায় কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রধান শিক্ষকের প্রচার-প্রচারণা’ শিরোনাম গত সোমবার (১১ মার্চ) জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশের পর উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার দুই কর্মকর্তা বিশিষ্ট এই তদন্ত কমিটি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি। এই তদন্ত কমিটিতে একজনকে আহ্বায়ক ও অপরজনকে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য যে, গত শনিবার (৯ মার্চ) প গড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেস্টুন টাঙিয়ে বিদ্যালয়ের ব্যবহার্য ঢোল পিটিয়ে স্কুল শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে এই প্রচার-প্রচারণা চালাই ওই প্রধান শিক্ষক। পরে এ ঘটনায় জনমনে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা প্রচার-প্রচারণার কাজ চালান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান। পরে অনলাইন পত্রিকাসহ দৈনিক পত্রিকায় এ বিষয়ে শিরোনাম প্রকাশিত হয়।
মূলত মজিবর রহমান প্রধান শিক্ষকের পাশাপাশি উপজেলার ভজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি পদে থাকায় কাউকে কোনোভাবেই তোয়াক্কা করেন না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মুহম্মদ তরিকুল ইসলাম ।

Leave a Reply