পাইকগাছায় ছাত্রীর যৌন পীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় মাদরাসা ছাত্রীর যৌন পীড়নের অভিযোগে একই মাদরাসা শিক্ষক ও ইমাম রহমতুল্লাহ মোল্লা (৪২) হুজুরকে পুলিশ আটক করেছেন। এ ঘটনায় ছাত্রীর নানী উপজেলার কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে হুজুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
থানায় মামলা ও ছাত্রীর পরিবার সুত্র জানায়, রাড়ুলী ইউপির কাঠিপাড়ার সোয়েল গাজীর শিশু মেয়ে (৯) স্থানীয় নূরানী মাদরাসায় লেখাপড়া করেন। ছাত্রীর নানী হাসিনা জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টস চাকুরী করার কারনে নাতনী আমার বাড়িতে থেকে লেখাপড়া করেন। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। ঐ ছাত্রী অভিযোগ করেন মাদরাসা ছুটির পর ১২ টার দিকে এক ছাত্রীর মারফতে হুজুরের ব্যবহৃত থালা বাসন পরিস্কারের কথা বলে আমাকে মাদরাসাস্থ তার থাকার কক্ষে নিয়ে দরজা বন্দ করে দেয়। দু’এক কথায় হুজুর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে পরনের কাপড় খুলে যৌন নীপড়ন করেন। এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানীকে ঘটনা খুলে বলি। ঘটনার প্রাথমিক সত্যতার কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানী হাসিনা বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লা’র বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় মামলা করেছেন, যার নং-২। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর কথা বলেন তিনি।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *