কালীগঞ্জে কাভার্ড ভ্যান ৪৫০ফেনসিডিলসহ সাইফুল গ্রেফতার

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম ৪নং দলগ্রাম ইউনিয়নের ধনসড়া মৌজাস্থ জনৈক গণেশচন্দ্র সিংহ এর বসতবাড়ীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে কালীগঞ্জ হইতে চামটাগামী পাকা রাস্তার উপর হতে একটি কার্গো ভ্যান (ট্রাক) থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে কার্গো ভ্যানের চালক সাইফুল ইসলাম (২৮),পিতা- মৃত নুর ইসলাম,সাং- গোয়াইতলা,থানা- পালং মডেল থানা,জেলা-শরিয়তপুর,বর্তমান সাং- কুমার পাড়া,থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ কে আটক করে এবং কার্গো ভ্যানের পিছনে বসা ২ জন পালিয়ে যায়। আটককৃত আসামীসহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে কার্গো ভ্যানটি তল্লাশীকালে ভ্যানের কেবিনের পিছনে ও কাভার্ড এর সামনে উভয়ের মধ্য স্থানে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর ৪৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও কার্গো ভ্যানটিসহ উদ্ধার করে থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী সহ উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৪নং দলগ্রাম ইউনিয়নের ধনসড়া মৌজা হতে ৪৫০ পিস মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ এক জন কে গ্রেফতার করেন।

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *