মুকসুদ পু‌রে দুই‌দিন ব‌্যাপী মাতা শ্রীম‌তি গোলাপী তি‌রোধান উৎসব সমাপ্ত

‌মোঃ মিজানুর রহমান,মুকসুদপুর থে‌কে ফি‌রে/ গোপালগ‌ঞ্জের মুকসুদপুর উপ‌জেলার দুর্বাশুর উত্তর পাড়া গ্রা‌মে শ্রী শ্রী হ‌রিচা‌দের ভক্ত শ্রীম‌তি গোলাপী তি‌রোধান ১ম উৎসব ২০২৪ গতকাল শুক্রবার মন্ডল প‌রিবা‌রে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।এ‌তে বি‌শিষ্ট সমাজ সেবক শ্রী হারাধন মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে সঞ্জিত সরকা‌রের সঞ্চালনায় শুভ উ‌দ্ভোধক ছি‌লেন বাংলা‌দেশ মতুয়া মাতা মহা সং‌ঘের সংঘা‌ধিপ‌তি মতুয়া মাতা শ্রীম‌তি সীমা‌বেী ঠাকুর,প্রধান অ‌তিথী ছি‌লেন অবসর প্রাপ্ত স‌নিয়র শিক্ষক শ্রী তারাপদ বিশ্বাস,অনুষ্ঠা‌নে মুখ‌্য আলোচক ছি‌লেন,বাংলা‌দেশ কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের মহা প‌রিচালক কৃ‌ষি‌বিদ শ্রী বাদল চন্দ্র বিশ্বাস,স্বাগত বক্তব‌্য রা‌খেন,বাংলা‌দেশ ব‌্যাংকের যুগ্ন প‌রিচালক ও শ্রীম‌তি গোলাপী সুন্দরীর বড় না‌তি পলাশ মন্ডল,বি‌শেষ অ‌তিথীর ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন,মুকসুদপুর উপ‌জেলা শাখা সনাতন ধ‌র্মের সাধারন সম্পাদক শ্রী গি‌রিশ বৈরাগী,অনুষ্ঠা‌নে শ্রী গীতা পাঠ ক‌রেন,বি‌শিষ্ট ভগবত আ‌লোচক শিব প্রসাদ বিশ্বাস,মঙ্গল প্র‌দিপ প্রজ্জালন ক‌রেন পূর্ণব্রম্ম শ্রী হ‌রিচাঁদ ঠাকু‌রের শ্রদ্ধাভজন ষষ্ঠ উত্তর সুরী মতুয়াচার্য শ্রী অ‌শিত ঠাকুর,শ্রী দেবব্রুত ঠাকুর,শ্রী সুব্রত ঠাকুর ও সুপ‌তি ঠাকুর,অনুষ্ঠা‌নের ম‌ধ্যে ছিল,মাতৃ পূজা,আ‌লোচনা ও দুপুর থে‌কে অন‌্য প্রসাদ,বি‌কেল থে‌কে ধর্ম সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের অ‌ধিবাস কীর্ত‌নের পূর্ণাহু‌তির মাধ‌্যমে শ‌নিবার উষা ল‌গ্নে গোলাপী সমা‌ধি পা‌ঠে তি‌রোধান উৎস‌বের সমা‌প্তি ঘ‌টে।এ‌তে প্রয় চৌদ্দ প‌নের হাজার নারী পুরু‌ষের সমাগম ঘ‌টে।তি‌রোধান অনুষ্ঠা‌নের আ‌য়ো‌যোগ সহ‌দেব মন্ডল ব‌লেন সৃ‌ষ্টি কর্তার অ‌শেস কৃপার গু‌নে আমার মা‌য়ের অনুষ্ঠানটি কর‌তে পে‌রে এলাকার সর্ব স্ত‌রের মানু‌ষের কা‌ছে সবার পক্ষ থে‌কে কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *