ময়মনসিংহ সদরে উপজেলা পরিষদের নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে সাঈদ

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ সদর উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে । দোয়া ও সমর্থন প্রত্যাশা করে প্রার্থীদের নির্বাচনী পােষ্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানারকম প্রতিশ্রুতি।
ময়মনসিংহ সদর উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ধর্মমন্ত্রীর এপিএস, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবু সাঈদ। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষেও রয়েছেন এই প্রার্থী । তিনি নির্বাচনী প্রচারণায় যেখানেই বের হচ্ছেন সেখানেই সাধারণ ভোটারদের জনস্রোতে পরিণত হচ্ছে। তিনি দিন রাত তার কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ভোট,দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার। তবে তফসিল ঘোষণা করা না হলেও নিজ নিজ এলাকায় প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার প্রচারণা নিয়ে। পোস্টার,লিফলেট ও ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা।

ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে এবার লড়াই করছেন আপাতত ৬ জন প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আল আমিন আলভি।

সাধারণ ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ । ইতিমধ্যে তার হয়ে প্রচারণায় নেমেছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ বলেন, আমি গতবার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান নির্বাচিত হয়েছি এবং সাবেক ধর্মমন্ত্রীর এপিএস হিসাবে সদর উপজেলার ইউনিয়নগুলোতে উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। তাই বর্তমান সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত ভাইয়ের নির্দেশনায় ও পরামর্শে আমি সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আসাবাদী আমার উপজেলার মানুষ আমাকে বেছে নিবে এবং ভোট দেবে। জয়ী করবে।

আর কিছু দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ভোটাররাও খুঁজছেন তার পছন্দের প্রার্থীকে। ভোটারদের সাথে কথা বলে জানা য়ায়, সৎ, যোগ্য ও মাদক সমস্যা দূর করবে এমন প্রার্থীকে বেছে নিবেন সাধারণ ভোটাররা।

আলহাজ্ব আবু সাঈদ বলেন-আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় জনগনের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সকলের সহযোগিতায় আমি সম্পূর্ণ পালন করতে সক্ষম হয়েছি।

এবারও ২০২৪ সালের এই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসীর দোয়া ও আর্শিবাদ নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি,আশা করি সদরপর আপামর জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সদরবাসীর সেবা করার সুযোগ অব্যাহত রাখবে।

তিনি বলেন-আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমাদের সকলের জনপ্রিয়, আমার একমাত্র অভিভাবক,ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে ও সদরের সর্বস্তরের মানুষের এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় গড়তে চাই, গরিব দুঃখী অসহায় মানুষের জীবনমান উন্নয়নে করতে চাই। আমি সকলের দোয়া কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *