আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ছারছীনা শরীফের মাহফিল

স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ছারছীনা শরীফের ১৩৪ তম ইসালে সওয়াব মাহফিল শেষ হয়েছে। গতকাল বুধবার জোহর নামাজ বাদ সংক্ষিপ্ত বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। এসময় তিনি বলেন বর্তমান সময়টা খুবই খারাপ। ফ্যাতনা ফ্যাসাদে সমাজ ভরে গেছে। এ থেকে নিজে, পরিবার ও সামাজকে রক্ষা করতে ইসলামী হুকুম আহকাম মেনে চলতে হবে। ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা। ইসলামের সকল হুকুম আহকাম মেনে চললেই কেবল একজন খাটি মুমিন হওয়া যায়। তিনদিন ব্যাপী ওয়াজ নসিয়ত হয়েছে আপনার শুনেছেন। বর্তমানে বাজারে নানা ধরনের বই বের হয়েছে যা পড়লে ঈমান আকিদা ঠিক থাকেনা। তাই আপনারা এ দরবার থেকে বহু বই ও কিতাব প্রকাশিত হয় সে সব পড়বেন। নিজে ভাল পথে চলবেন আর সন্তান বে পথে যাবে তাতে কি আপনার সঠিক ভাবে ইবাদত করা হবে ? আবশ্যই হবেনা। সুতরাং নিজের সন্তানদেরকে ইমান ও আকিদা মোতাবেক চালাবেন। এজন্য সবসময় তালিমি জলসায় যোগ দিবেন। এলাকায় দীনের দাওয়াত দিবেন। এজন্য সর্বত্র জমিয়তে হিজবুল্লার সংগঠন গঠন করে দাওয়াত দিতে হবে। সব দিকে লক্ষ্য রেখে কাজ করার আহŸান জানান। এরপর দেশ ও ইলামী বিশ্বের সকল মুসলমানদের কল্যান কামনা করে মোনাজাত করেন পীর সাহেব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *