মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ মার্চ বুধবার সকালে কাব (বালক,বালিকা) দলের দীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাব সদস্যদের (সদস্য ব্যাজ, বিশ্ব ব্রাদারহুড ব্যাজ এবং কাব ব্যাজ) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কাব/স্কাউট সম্পাদক জনাব আনোয়ার হোসেন নান্টু,উপজেলা কাব লিডার জনাব মোঃ মোজাম্মেল হক, মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের কাব কমিটির সভাপতি ও কাব লিডার জনাব রহিমা পারভীন পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের কাব লিডারগন।
ব্যাজ প্রদান ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক ২০২৩ এবং অত্র বিদ্যালয়ের কাব লিডার মোহাম্মদ মাহফুজুর রহমান (জাহিদ গাজী) এবং তাকে সহযোগীতা করেন কাব লিডার নুসরাত জাহান পপি কাব লিডার উজিরপুর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়।
এ উপজেলায় ব্যাপক জাকজমক ও সুন্দর অনুষ্ঠান পূর্বে কখনও হয়নি।
উজিরপুর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠিত

Leave a Reply