ময়মনসিংহ সিটি নির্বাচনকে ঘিরে পুলিশের অভিযান

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৯মার্চ ভোট গ্রহণের দিন পর্যন্ত। ভোট গ্রহনের পরও সহিংসতা ঠেকাতে অভিযান চলবে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে এই সাড়াশি মহড়া চলছে

সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করার পরপরই প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণায় নেমে পড়েন। সকল প্রার্থী তাদের নির্বাচনি প্রচারণা ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নির্দেশে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে-সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য গভীর রাত পর্যন্ত নগরজুরে বিভিন্ন আলি গলিতে মটর সাইকেল যোগে মহড়া দিচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাসুম আহাম্মদ বিপিএম পিপিএম সেবা নির্দেশক্রমে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি জানান আগামী ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আমরা ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায় নিরলস কাজ করছি। তিনি আরো জানান যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।

অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান-
কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর ৩৩ টি ওয়ার্ড আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর পরিশ্রম করে চলেছে। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। প্রয়োজনে আরো নিরাপত্তা জোরদার করা হবে।

ওসি আরে বলেন, ‘মসিক নির্বাচন উপলক্ষে নিয়মিত সকাল থেকে নগরী এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পলাতক আসামি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হবে। তিনি আরও জানান-সন্ত্রাসী-অস্ত্রধারীদের কারণে নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, এজন্য এই অভিযান। বিশেষ অভিযানের পাশাপাশি নগরীর বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকপোস্ট।

এদিকে আগামী ৯মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। ভোটের মাঠে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। হিজড়া ভোটার রয়েছে ৯ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *