ঠাকুরগাঁও’র ২৫ টি অবৈধ ক্লে ব্রিকসে্ মামলা

প্রেস বিজ্ঞপ্তি
বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত, ঠাকুরগাঁও এ ৫টি উপজেলার ২৫ টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর আদালতে ঠাকুরগাঁও জেলার ২৫টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-
এস বি এস ব্রিকস্ ফিল্ড (ঝইঝ), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
ডি আর ব্রিকস্ (গউজ), গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
এম এ আর ব্রিকস্ (গঅজ), নোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
এস বি এস ব্রিকস্ ফিল্ড-১ (ঝইঝ), গোদাগাড়ী,সিন্দুরনা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
এম এন এস ব্রিকস্ (গঘঝ), দস্তমপুর,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
জে আর ব্রিকস্ ফিল্ড (ঔ*জ), সিন্দুরনা,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
বি এস বি ব্রিকস্ (ই.ঝ.ই),দৌলতপুর,গোয়ালপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
আর বি ব্রিকস্ (জইই), রাজোর কাতিহার হাট, রানীশংকৈল, ঠাকুরগাঁও
লিপা ব্রিকস্ -১ (খওচঅ), আরাজি গোপিনাথপুর,বাংলাগড়, রানীশংকৈল, ঠাকুরগাঁও
এস এ বি ব্রিকস্ (ঝঅই), সখের টাউন বাজার, রানীশংকৈল,ঠাকুরগাঁও
এম এ বি ব্রিকস্ (গঅই), সখের টাউন বাজার, প্রয়াগপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
সোনালী ব্রিকস্ (ঝঝঊ), ঘনশ্যামপুর, পূর্বকালুগাঁও, মীমডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও
এস এস ই ব্রিকস্ (ঝঝঊ), দুর্লভপুর, নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও
আয়মান ব্রিকস্ (গগঅ), বিরাশি, মমরেজপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
মাহি ব্রিকস্ (গগই), আমজুয়ান, রানীশংকৈল, ঠাকুরগাঁও
এম এইচ ব্রিকস্ (গঐই), সন্ধ্যারই, রানীশংকৈল,ঠাকুরগাঁও
জোহানা ব্রিকস্ (জোহানা), নেংটিহারা, ঝোলঝোলি, ভানোর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
জনতা ব্রিকস্ ফিল্ড (ঔঐই),মহিষমারী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও
সোনালী ব্রিকস ফিল্ড (ঝ*ই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
শুভ ব্রিকস ফিল্ড (ঝই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
এস এম ব্রিকস্ (ঝগই), ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
একতা ব্রিকস্ ফিল্ড-২ (একতা), আরাজী, মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
কে এস ব্রিকস্ (কঝই), আরাজী, মোলানী,ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
উক্ত প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *