ষ্টাফ রিপোর্টারঃ
ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সচেতনভাবে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ
সোমবার (৪রা মার্চ) দুপুরে ইসলামি ফাউন্ডেশন ভালুকা শাখার এর উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামদপর নিয়ে আয়োজিত ইমাম সম্মেলন এবং সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় উপজেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় ইসলামিক ফাউণ্ডেশন ভালুকা উপজেলা শাখার কর্মকর্তা কর্মচারীগণসহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভালুকা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ”ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে, ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর কোন কিছু ঘটলে সেটা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়ে সেদিকে ইমাম সমাজের ভুমিকা রাখতে হবে। মসজিদে বয়ানের সময় এসব বিষয় তুলে ধরতে হবে।”
ওসি বলেন, “ধর্মভীরুতার জন্যও অনেক সময় মানুষ জঙ্গীবাদের মত বিষয়ে জড়িয়ে পড়ে। ইসলামের পূর্ণ ও সঠিক জ্ঞান না থাকার কারণে খুব সহজেই তারা বিভ্রান্ত হয়। মসজিদে ইমামগণ যদি এসব বিষয় ব্যাখ্যা করে আলোচনা করেন তাহলে জঙ্গীবাদ বা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এসব ক্ষেত্রে ইমামদের ভূমিকা রাখতে হবে। ”
তিনি আরও বলেন, “গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বর্তমান আধুনিক যুগে মোবাইলে কোন কিছু দেখলে সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই-বাচাই করে বিশ্বাস করতে হবে। এসব বিষয়ে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মসজিদে আলোচনা করার মাধ্যমে সাধারণ মুসল্লীদের এসব বিষয়ে সচেতন করতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ইমামদের মর্যাদা অনেক। আপনাদের মর্যাদা আমরা রাখার চেষ্টা করব। কোন কাজে ইমাম সমাজের কেউ পুলিশের কাছে আসলে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।”
মতবিনিময় সভায় ভালুকা মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply