গোদাগাড়ীতে স্মরণকালের বৃহৎ শোডাউন করে নতুন করে আলোচনায় সোহেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাজুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল। গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই হাজার মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিজেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করে ব্যাপক সাড়া পেয়েছেন, চায়ের কাপে ঝড় তুলেছেন। সাধারন ভেটারগণ নতুন করে হিসেব নিকাশ শুরু করেছেন।

বেলাল উদ্দীন সোহেল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবারের মতো সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন ২ বছর ৩ মাস। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করে গতবছর জেলার ৭২টি ইউপি চেয়ারম্যানকে পেছনে ফেলে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে রাজশাহী জেলায় টানা ছয়বছর ধরে সর্বোচ্চ আয়কর দেওয়ার সম্মাননা পাচ্ছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন। দুপুরে উপজেলার সাড়ইল এলাকা থেকে শোডাউনটি বের করা হয়। রাজাবাড়ী, বিজয়নগর, কুমুরপুর, হরিণবিকসা,ফরাদপুর, প্রেমতলী, বিদিরপুর, পিরিজপুর, , মাটিকাটা বাইপাস, গোদাগাড়ী পৌর এলাকা, বাসুদেবপুর, জৈটাবটতলা, সাধুর মোড়, নবগ্রাম, আইহাই রাহী, কাঁকনহাট, চব্বিশনগর হয়ে কদমশহরে গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রার সামনে একটি ছাঁদখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘আমি জন সেবায় বিশ্বাসী। সে কারণে মাত্র ২ বছর ৩ মাস ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। স্মার্ট গোদাগাড়ী উপজেলা গড়তে চাই। তাই আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ অনেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায়, আর আসেন না। আপনাদের খোঁজখবর নেন না। আমি কথা দিয়ে যাচ্ছি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয় লাভ করতে পারি তবে অবশ্যই আপনাদের সাথে থাকবো, প্রতিদিন খোঁজখবর নিব, সেবা করবো ইনশাল্লাহ। আমি জনগণের শাসক হতে আসিনি জনগণের সেবক হয়ে থাকতে চাই উপজেলা বাসীর পাশে। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে তরান্বিত করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।

এ সময় তাঁর সঙ্গে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বাবলু, সাধারণ সম্পাদক আসাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আলমগীর কবির স্বপন, দেওপাড়া ইউপির ৯টি ওয়ার্ডের সদস্যসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি বাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে তরুণ উদীয়মান ইউপি চেয়ারম্যান হিসেবে বেলাল উদ্দিন সোহেলকে ধরা হয়। এতো অল্প বয়সে ইউপি বাসীর কাছে যে জনপ্রিয়তা অর্জন করেছে তা আর কেউ করতে পারেনি। তার সেবায় খুব অল্প সময়ের মধ্যে আলোকিত হয়ে উঠেছে দেওপাড়া ইউনিয়ন(ইউপি)। লেগেছে উন্নয়নের ছোঁয়া। বদলে গেছে ইউপির রাস্তা-ঘাট জলবায়ু নিষ্কাসনের ব্যবস্থা। যা এর আগে আর কোন চেয়ারম্যান করতে পারেনি। এতো অল্প সময়ের মধ্যে এতো উন্নয়ন কাজ হবে কখনো ভাবতেও পারেনি দেওপাড়া ইউনিয়ন (ইউপি) বাসী। বর্তমান চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল দায়িত্ব পাওয়ার পর থেকে তার এক বছরের মধ্যে দেওপাড়া ইউনিয়নকে গড়ে তুলেছেন একটি আধুনিক মানসম্পন্ন ইউনিয়ন পরিষদ।

সরেজমিনে দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন মেইন গেট, বাংলাকান্দর, দরগাপাড়া, বিজয়নগর কলোনি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছোট ছোট কাঁচা রাস্তা পাঁকা ও সিসি ঢালাই করে দেয়া হয়েছে। ঝুকিপূর্ণ কালভার্ট পূর্ণ নির্মাণ, পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে সোলার প্যানেল, পানি নিষ্কাসনের জন্য পাড়ায় পাড়ায় ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য মটার পাম্প স্থাপন করা সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। একজন জনপ্রতিনিধি সৎ মনোবল নিয়ে কাজ করলে খুব সহজে উন্নয়ন করা সম্ভব তা করে দেখিয়েছেন এই তরুণ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। যার ফলে বর্তমানে দেওপাড়া ইউনিয়ন বাসীর মাঝে বেলাল উদ্দিন সোহেলের জনপ্রিয়তা আকাশ পাতাল।

দেওপাড়া ইউনিয়ন(ইউপি)র বেশ কয়েকজন জনসাধারণ মানুষ জানান,এযাবতকাল যতগুলো চেয়ারম্যান এসেছে তার মধ্যে সোহেল চেয়ারম্যানের সাথে কারো তুলনা হয়না। এর আগেও বিএনপি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলো তাদের ভোটের সময় পাওয়া যায়, ভোটের পরে আর বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায়নি। আর এই চেয়ারম্যান যায় বিপদে পড়ুক বা গুরুতর অসুস্থ হোক শোনা মাত্র ছুটে গিয়ে খোঁজ খবর নেন। এরকম চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে দরকার।

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *