পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট-২ এবং হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারসহ দুইটি ডায়াগনষ্ঠিক সেন্টার বন্ধ করা এবং চিকিৎসা সেবা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন ইউএনও ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বিহীন ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে অভিযান চালানোর সময় বৈধ কাগজপত্র না থাকায় পৌর শহরের এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট-২ এবং হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযানের খবর জানতে পেরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *