মিঠুন সাহা, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে উত্তম দে,সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আলমগীর হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার সময় সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সকল ব্যবসায়ীদের ওপেন মতপ্রকাশ ও হাত তোলার মাধ্যমে ব্যবসায়ীদের মনোনীত প্রার্থীরা তাদের প্রার্থী সিলেকশন করেন।
এতে বাজার উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।
এতে বাজার ব্যবসায়ী মোঃ ইউসুফ আলীর সঞ্চালনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আসিফ করিম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ আছান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলার প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,বাজার ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব।
এই সময় আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, বাজার উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,পানছড়ি থানার এসআই অনিক দে,সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ী আব্দুল আজিজ, বড় হোসেন,মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার অনজন দাশ এর মধ্যস্থতায় ও সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৩ জনকে এই বাজার উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়।পরবর্তীতে এই তিনজনই পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply