হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে উজ্জল মেম্বার নামের এক জনপ্রতিনিধি কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এর অন্যতম সদস্য সাইদুর রহমান সহ পার্শবর্তী দুই জনের হাত পা ভেঙ্গে গুড়িয়ে দেয় সন্ত্রাসী বাহিনী। এব্যাপারে সাইদুর রহমানের স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে আশুলিয়ার ৩নং ওয়ার্ড উজ্জ্বল মেম্বার কে ১নং আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন যার(নং৬৪)
উক্ত মামলার আসামিরা হলেন(১)উজ্বল মেম্বার ৩নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ(২)বিল্লাল(৩)মোসলেম(৪)মান্নান(৫)মোকসেদ আলী সহ অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জন।আহত সাইদুর রহমান বলেন, গত ২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার আইকপাড়া টু খাগান রোড আমার বাসা সংলগ্ন রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই লোহার রড লাঠিসোঁটা জিআই পাইপ ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উজ্বল মেম্বার গং সহ ৭,৮ জনের একটি বাহিনী আমার উপরে অতর্কিত হামলা করেন।এ সময় আমার আত্নচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায় এবং আমাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুধু তাই নয় পার্শবর্তী আহত আরো দুইজন কে উদ্ধার করে প্রথমে সাভার সরকারি হাসপাতালে ভর্তি করেন।এরপর সেখানে তাদের শরীরের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাত পা ভাঙ্গা অবস্থায় চিকিৎসা চলছে। ইতিপূর্বে উজ্জল মেম্বার হওয়ার পর ময়লার ব্যবসা কে কেন্দ্র করে আউট পাড়া বস্তিতে সন্ত্রাসী হামলা চালায় এই উজ্জ্বল মেম্বার। তখন তার বিরুদ্ধে আশুলিয়ার ৩নং ওয়ার্ডে ঝাড়ু মিছিল করেছেন সাধারণ এলাকাবাসী। এলাকাবাসী জানায়, উজ্জ্বল মেম্বার একজন বিএনপি নেতা বর্তমানে আওয়ামী লীগে প্রবেশ করে চালাচ্ছেন ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্ম। তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ আদালতে একাধিক মামলা রয়েছে চলমান মামলার ধারা-(১৪৩)(৪৪৭)(৩২৩)(৩০৭)(৩৮৫)(৩৮৭)(৫০৬)(১০৯)উক্ত বিষয়ে সুষ্ঠু বিচারের দাবিতে একটি মামলা দায়ের করা সহ সরকারের নিকট সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানান ভুক্তভোগী।
এ বিষয়ে বিবাদী উজ্জ্বল মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, সরকারি রাস্তার ইট বালি নেওয়া কে কেন্দ্র করে আমার লোকজনের সাথে টুকটাক কথা কাটাকাটি ও মারামারি হয়েছে। আমি শুনেছি, এখানে জমি সংক্রান্ত কোন বিষয় নাই। এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মারামারি ঘটনা ঘটেছে,উক্ত বিষয়ে আশুলয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে একটি সি আর মামলা রয়েছে, এ ঘটনা সত্যতা পেয়েছি, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। উক্ত এলাকায় দুই পক্ষের সাথে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Leave a Reply