আজিজুল ইসলাম, যশোরঃ
শার্শার ঐতিহ্যবাহি বাগআঁচড়া ডা: আফিল উদ্দীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজান কবির আর নেই। সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
অধ্যাক্ষ শাহাজান কবিরের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। সোমবার অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান।
যোহর নামাজের পর বাগআঁচড়া ডা: আফিল উদ্দীন ডিগ্রি কলেজে প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ী ঝিকরগাছা বাঁকড়া বল্লায় আছর বাদ দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
শাহাজান কবিরের জন্ম ১৯৭৩ সালের ২ ফেব্রুয়ারী । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বিএসএস অনার্স ও এমএসএস থেকে ডিগ্রি নিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন৷
কর্মজীবনে তিনি বাগআঁচড়া ডা:আফিল উদ্দীন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যাক্ষ ছিলেন।
সর্বশেষ তিনি ১৯৮৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বাগআঁচড়া ডা: আফিল উদ্দীন ডিগ্রি কলেজে অধ্যাক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে বাগআঁচড়া ডা: আফিল উদ্দীন ডিগ্রি কলেজে যোহর বাদ অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন ডা: আহসান হাবীব লাল্টু, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রফিকুল ইসলাম, কায়বা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু প্রমুখ।
জানাযা পরিচালনা করেন বাগআঁচড়া ছিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাও. হাবিবুর রহমান।

Leave a Reply