হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ পাবনার মোঃ সিরাজুল ইসলাম (২৮) ও বি-বাড়িয়ার মোঃ সাদিও (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৪ এর চৌকস একটি দল। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও মোবাইল জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪ইং) সকালে গ্রেফতারকৃতদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করেছে র্যাব-৪। এর আগে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিস্তারিত, ঠিকানা হলো-পাবনা জেলার চাটমহর থানার ফৈলজানা গ্রামের মোঃ মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ও বি-বাড়িয়ার বিজয়নগর থানার মহেশপুরের মৃত আব্দুল হাসিম মেম্বারের ছেলে সাদির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অবৈধ মাদক গাঁজা বিক্রি করছে। র্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে স্কচটেপ দিয়ে পেঁচানো প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় পাঁচ লাখ ১৩ হাজার দুই শত টাকা। এসময় জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান ও মোবাইল ফোন। র্যাব জানায়, দীর্ঘদিন যাবত তারা পিকআপ ভ্যানে করে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতদেরকে র্যাব-৪ কর্তৃক আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতে পাঠানো হবে। তিনি জানান, অদূর ভবিষ্যতেও এইরুপ মাদক বিরোধী জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এ দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ি, ভাদাইল ও ইয়ারপুর ইউনিয়নের রূপায়ন আবাসন-১ এর মাঠ ও জামগড়া এলাকায় কিশোর অপরাধ বেড়েই চলেছে, কিশোর গ্যাং বাহিনী ও মাদক সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মী হয়ে পড়েছে। পুলিশ তাদেরকে রহস্যজনক কারণে আটক করতে পারেন না, বেশিরভাগ বড় ধরণের অপরাধীদেরকে র্যাব কর্তৃক গ্রেফতার করার নজির রয়েছে।
আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪

Leave a Reply