Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

নুরুল ইসলাম (টুকু)
খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ফেব্রুয়ারী)২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে মারমা সংসদ এলাকায় হোপফর চিলড্রেন এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্টান শুরু হয়।

ডিকন ফাদার শান্তি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার রাজেন্দ্র ত্রিপুরা, ডায়োসিসান ভিকার, বিলিভার্স ইস্টার্ণ চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজ এর অধ্যক্ষ সুবিনয় চাকমা, হোপফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর বাংলাদেশ এর সজীব ত্রিপুরাসহ ছিলেন স্বপন জ্যোতি ত্রিপুরা ও অঞ্জু ত্রিপুরা।

এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার নিয়ে কাজ করছে।তিনি বলেন আমাদের সন্তানদেরকে যেমন শিক্ষিত করতে হবে তেমনি স্বাস্থ্য ও ভালো রাখতে হবে আর সবার আগে এই দায়িত্ব গুলো নিতে হয় পরিবারকে আর পরিবারের পাশাপাশি এই কাজ গুলো করে যাচ্ছে হোপফর চিলড্রেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, ছাত্র ছাত্রী দের জন্য শিক্ষা উপকরণ বিতরণ তার একটি অংশ। তিনি আরো বলেন সামনের দিন গুলোতেও হোপফর চিলড্রেন তাদের কার্যক্রম অব্যহত রাখবে।
অধ্যক্ষ সুবিনয় চাকমা বলেন শিশুদের যত্ন নিতে হবে এবং তাদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই আমরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো।

এসময় বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে খাতা,কলম,,পেন্সিল, রং পেন্সিল , রাবার,কাটার,টিপিন বক্স,পানির বোতল, জ্যামিতি, ড্রয়িং খাতা,স্কেল মোট ১১ আইটেম এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রী দের মুখে ছিলো হাসি সেসময় এক আনন্দ ঘন পরিবেশ সৃস্টি হয়েছে।

এসময় আরো ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক সাংবাদিকসহ হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার তপন বিকাশ ত্রিপুরা ও সুনিল কান্তি ত্রিপুরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *