দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : ত্রিশালে মেয়র প্রার্থী শামীমা

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনে স্বামীর অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করে পৌর এলাকাকে উন্নয়নের রুল মডেল হিসাবে গড়তে জগ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য, পৌরসভার সাবেক ৩ বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এর সহধর্মিণী শামীমা আক্তার। স্বামী-স্ত্রী দুজনে মিলে ত্রিশাল পৌরসভা এলাকাকে নবরুপে সাজাতে চান তিনি।

প্রতীক পেয়ে পৌরবাসীর উদ্দেশ্যে শামীমা
বলেন,গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে আমার স্বামী ময়মনসিংহ-৭আসনের এমপি নির্বাচিত হয়েছেন। তিনি একাধারে তিনবার মেয়র ছিলেন। তার পদত্যাগের কারনে পৌরসভার কিছু উন্নয়ন কর্মকাণ্ড অবশিষ্ট থাকায় সেগুলো সম্পন্ন করতে আসন্ন উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে স্বামীর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ত্রিশালকে একটি আধুনিক এলাকা উপহার দিবো, মানুষের সেবক হিসেবে কাজ করতে আমি আমার স্বামীর মতই পৌরবাসীর পাশে থাকতে চাই। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিশালেরনউন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করব।

তিনি বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কেননা এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় স্বামী-স্ত্রী মিলে ত্রিশালকে স্মার্ট পৌর এলাকা হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি পেশার সবার কাছেই আমি দোয়া চাই।

বিপুল ভোটে এই পৌরসভার উপনির্বাচনে ভোটাররা তাকে জয়ী করবেন এমন আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা বলেন, আমরা বিশ্বাস করি ত্রিশাল পৌরসভার ভোটাররা ভোট দিয়ে শামীমাকে জয়যুক্ত করবে। এসময় তারা পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে জগ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *