কেশবপুরে বিভিন্ন আয়োজনে বসন্তবরণ উদযাপন

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। ১৪ফেব্রুয়ারী বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশুহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল, সাংবাদিক শামীম আক্তার মুকুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুর শাখার সভাপতি শেখ শাহীন ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।

মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *