August 31, 2025, 8:11 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে, হ্রাস পেয়েছে লোডশেডিং। বিগত দিনে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ছিলো। এছাড়াও দুর্বল সঞ্চালন লাইনের কারণে বিদ্যুৎ বিভ্রাট ছিলো নিত্যসঙ্গী।
জানা গেছে, বিগত ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বিদ্যুৎ
সুবিধাভোগীর হার ছিলো প্রায় ২৮ শতাংশ। কিন্ত্ত আওয়ামী লীগের ১৫ বছরে বিদ্যুৎ সুবিধাভোগীর বেড়ে দাড়িয়েছে শতভাগ। এছাড়াও প্রায় এক হাজার কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোরে
পল্লী বিদ্যুতের মোট গ্রাহক রয়েছে ৫২ হাজার ৪০৮ জন। এর মধ্যে আবাসিক ৪৩ হাজার ৯৭৫ জন, বাণিজ্যিক ২ হাজার ৭২৩টি,শিল্প ৫২০টি, সেচ ৮৭৮টি ও দাতব্য ৯৫৮টি এবং বিদ্যুতের চাহিদা প্রায় ২৫ মেঘাওয়াট। এদিকে পল্লী বিদ্যুতের গ্রাহক সুবিধা বৃদ্ধি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দেবীপুর, কালীগঞ্জ ও আয়ড়া ৩টি সাব-স্টেশন নির্মান এবং সরনজাই, বাধাইড়, কলমা, কামারগাঁ ইউপিতে ৪টি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে সেচ সুবিধায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পোল্ট্রি ও মৎস্যখাতে অনেক বেকারের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এবিষয়ে তানোর পল্লী বিদ্যুতের কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, তাদের প্রধান লক্ষ্যে গ্রাহক সেবা নিশ্চিত করা, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।#