August 31, 2025, 5:51 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বন্দরটিলায় ‘ডাই-নামিক নাছির প্লাজা’—একই ছাদের নিচে কাঁচাবাজার ও আধুনিক শপিং মল কুমিল্লাতে মা-দকের জের ধরে যুকককে কু-পিয়ে হ-ত্যা দোয়ারাবাজারে জো-রপূর্বক বাড়ির প্রবেশ পথ ব-ন্ধ করার অ-ভিযোগ উঠেছে সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভা-বনার নতুন দ্বার খুলছে ভারত সীমান্তবর্তী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম নদী ভা-ঙ্গনে মানচিত্র থেকে হা-রাতে বসেছে তানোরে জামায়াতের শুধী স-মাবেশ
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমান। তিনি ইতোমধ্যে পৌরসভা, উপজেলার কপিলমুনি, হরিঢালী, সোলাদানা, লস্কর, রাড়ূলী, গদাইপুর, চাঁদখালী ও গড়ইখালী সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রভাষক বজলুর রহমান পেশায় একজন কলেজ শিক্ষক হলেও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, প্রভাষক বজলুর রহমান ১৯৮৯ সালের ৪ মে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ২০০২-২০০৩ সালে খান সাহেব কোমর উদ্দিন ছাত্রাবাসের মনিটর নির্বাচিত সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০০৪ সালে এসএসসি পাস করার পরে পাইকগাছা কলেজে অধ্যায়নরত অবস্থায় তাকে পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরপর ২০০৬ সালে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যানরত অবস্থায় রোটার এ্যাক্ট ক্লাব অব সাতক্ষীরায় এক মিনিটের বক্তৃতায় ৩২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১০ সালে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন হিসেবে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বজলুর রহমানকে ২০১৮ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দলনেতা হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে সরদার আবু হোসেন কলেজের প্রভাষক (বাংলা) হিসেবে কর্মরত আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্দীতা করার জন্য তিনি গণসংযোগ ও মতবিনিময় করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD