ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় কর্মরত এসআই তাইজুল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা তার হাতে এই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।
২০২৪ এর জানুয়ারী মাসে মাদক বিরোদী অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদ ও মামলা নিষ্পতি এবং ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) তাইজুল ইসলাম কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
কোতোয়ালী মডেল থানায় গত জানুয়ারী মাস ২৪ সালে দাখিলকৃত মাদক মামলায় আসামী গ্রেপ্তার, ধৃত আসামীদের নিকট থেকে মাদক উদ্ধার,ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করার মধ্য দিয়ে এস আই তাইজুল ইসলামে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুরস্কৃত হয়েছেন।
এস তাইজুল ইসলাম গত ২৫/৯/২০২১ ইং তারিখে থানায় যোগদানের পর তাকে থানার ৪৪নং বিট এলাকা ভাবখালী ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্বে পাল্টে গেছে বিট এলাকা তথা ভাবখালী ইউনিয়নের চিত্র। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক দমন করছেন ভাবখালী ইউনিয়নের মাদক,ইভটিজিং, ছিনতাই,চুড়ি,ডাকাতি জুয়াসহ অপরাধীদের দৌরাত্ম্য। বিটে সেবা নিতে আসা লোকজন সহজেই পাচ্ছেন আইনী সেবা, বড় ধরণের অভিযোগ ও মামলা ছাড়া ছোটোখাটো যেকোন অভিযোগ ও ঘটে যাওয়া ঘটনা বিট অফিসেই সমাধান দেওয়া হচ্ছে। এতে মানুষকে থানায় দৌড়াতে হয়না,অনেক সময় যে কোন বিষয়ে কল দিলেই হাজির হয়ে যান বিট এলাকার সেবা প্রত্যাশীদের কাছে। তাছাড়াও বিভিন্ন সময়ে অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাভাজন হয়ে ওঠেছেন তিনি।
বাংলাদেশ পুলিশের দক্ষ এই সাব ইন্সপেক্টর এস আই তাইজুল ইসলাম শেরপুর জেলার সদর থানার ১নং কামারের চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৬নং চর গ্রামের স্কুল শিক্ষক মৃত আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম মাষ্টারের সন্তান।১৯৯৩ সালে এসএসসি পাশ করেন পরবর্তীতে কলেজ জীবন শেষ করে
১৯৯৭ সালে পুলিশের একজন কনস্টেবল পদে চাকরীতে যোগদান করেন। পরে তিনি বাংলাদেশ ও পুলিশ ও র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব সদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে সর্বশেষ কোতোয়ালি মডেল থানায় যোগদান করে বর্তমানে এই থানাতেই কর্মরত আছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস আই তাইজুল ইসলাম বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয় ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করায় আমি স্যারদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে গর্বিত বলে মনে করি। এ পুরস্কার আমার আগামী দিনের পথ চলার পাথেয় হবে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, এস আই তাইজুল ইসলাম তার কর্তব্য-কর্মের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। আজকের এই পুরস্কার গ্রহণ তাকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply