আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দে আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার নতুন এ মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা নাজমুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের প্রতিষ্ঠাতা, রাজশাহী ডিবি পুলিশের ওসি ও তাঁতীবন্দ ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল হাই। চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদার, বিশিষ্ট আইনজীবী শাহজাহান আলী খান, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম হাফেজ মাওলানা মো.হুজ্জাতউল্লাহ বিন মাহাতাব উদ্দিন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, খয়েরসূতি কলেজের প্রভাষক আবুল কালাম, সমাজ সেবক আলহাজ¦ শওকত আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ,পৌর কর্মকর্তা বাবুল আক্তার, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে স্বাগত বক্তব্যে রাজশাহী ডিবি পুলিশের ওসি ও তাঁতীবন্দ ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল হাই বলেন, স্থানীয় এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতায় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি ইহকালীন জীবনটা যেন ইসলামের সঠিক নিয়ম মেনে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য সৎ,দক্ষ,দায়িত্বশীল,সাহসী ও মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত বর্তমানে রাজশাহী ডিবি পুলিশের ওসি আব্দুল হাই এর আগে দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে তাঁর নিজ গ্রাম তাঁতীবন্দে আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *