মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রক্সী খান মাগুরা প্রতিনিধি \ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কালের কন্ঠ ও চ্যানেল আই এর মাগুরা প্রতিনিধি শামীম খানের পিতা আব্দুস সামাদ খান ইন্তেকাল করেছেন (ইন্না … ..রাজেউন)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহরের খান পাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় স্থানীয় মোল্যাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে ভায়না পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন পরবর্তীতে সময়ে জেলা শিক্ষা অফিস এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে চাকরি শেষে অবসর গ্রহন করেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, মাগুরা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

রক্সী খান মাগুরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *