মানসিক ও শারিরীক বিকাশে খেলাধুলার বিকল্প নাইঃ ইনচার্জ নাসির উদ্দিন

রিপন ওঝা,মহালছড়ি

খাগড়াছড়ির মহালছড়িতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩.০০ঘটিকায় মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ ও মুবাছড়ি শাপলা সংঘ মুখোমুখি হয়। নির্দিষ্ট সময় খেলা শেষে মুবাছড়ি শাপলা সংঘকে ৪৯/৪৮ পয়েন্টে হারিয়ে মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ বিজয় অর্জন করে।

উক্ত টুর্ণামেন্টে সভাপতিত্ব করেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক মোঃ রোকন মিয়া সঞ্চালনায় ছিলেন এবং উক্ত খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান রাজীব ও মোঃ হাসিবুল হাসান শান্ত।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল।

এসময়ে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি থানার টিআই জাহিদ সুমন নোবেল, সম্মানিত সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সমর চাকমা, এসআই মোঃ আল আমিন, এএসআই তরুণ মজুমদার ও সৈনিকগণ, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *