ভালুকায় ৬ চোরাই রিকশাসহ চোর চক্রের ৪ সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ৬টি চোরাই অটোরিকশাসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আটককরা কুড়িগ্রাম জেলার রৌমারী গোয়ালগ্রামের তোতা মিয়ার ছেলে হাশেম (২৪), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সাপমারী এলাকার মৃত জহির শেখের ছেলে লালচাঁন (৩৫), কুড়িগ্রামের উলিপুর থানার খামার তলবপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান (৩০), একই থানার আমভদ্র এলাকার আবু তাহেরের ছেলে চাঁন মিয়া (৩৫)।

সোমবার (১২ফেব্রুয়ারী) রাতে পৌর এলাকা ও গাজীপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে বিক্রি করতো। গোপন সংবাদদের ভিত্তিতে থানা এলাকা থেকে হাশেম ও লালচান শেখকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মিজানুর রহমান ও চাঁন মিয়াকে আটক করা হয়। এব্যাপারে মঙ্গলবার সকালে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *