আলকিরহাট শেরে বাংলা এ কে ফজলুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

আলকিরহাট শেরে বাংলা এ কে ফজলুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার এ প্রতিযোগিতা শুরু হয় ১২ ফেব্রুয়ারী বিকেলে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে।

ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব অধ্যক্ষ মোঃ শাহ আলম মাননীয় সদস্য, নবম জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ জাতীয় পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া খান স্বপন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ পিরোজপুর। উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান সারেংকাঠি ইউনিয়ন পরিষদ। মোঃ মহাসিন মিয়া সাবেক মহাপরিচালক খামারবাড়ি কৃষি মন্ত্রণালয় ঢাকা।মোঃ আব্দুল গাফফার সাবেক প্রধান শিক্ষক আলকিরহাট শেরে বাংলা এ কে ফজলুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বিদ্যালয় এর পরিচালনা পর্ষদ এর সভাপতি ড.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন তার সুযোগ্য সন্তানরা। মোঃ হুমায়ুন কোভিদ বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ এনায়েত হোসেন আমেরিকা প্রবাসী, মোহাম্মদ ইকবাল হোসেন জেড এস এম আশা ভারত, মোসাঃ নার্গিস আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম সদস্য, পরিচালনা পর্ষদ ও সাবেক সভাপতি, জনাব মো. আব্দুস সালাম সদস্য, পরিচালনা পর্ষদ, জনাব মো. আব্দুল কাইউম সদস্য, পরিচালনা পর্ষদ, জনাব মো. আসাদুজ্জামান সদস্য, পরিচালনা পর্ষদ জনাব মো. মেহেদী হাসান সদস্য, পরিচালনা পর্ষদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় রঙ-বেরঙের পতাকা, বেলুন এবং ফেস্টুন শোভিত সবুজ-শ্যামলিমাময় বিদ্যালয়টি হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। ছাত্রীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও মিউজিক ডিসপ্লে এবং নির্বাচিত ক্রীড়ানুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

মাননীয় প্রধান অতিথি তাঁর ভাষণে ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।

বিদ্যালয়ের ও অনুষ্ঠানের সভাপতি ড.রফিকুল ইসলাম বলেন, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। আগামী বছর বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানটি জমকালো আয়োজনের ব্যাবস্থা করবেন। তিনি আরো বলেন,তার একক প্রচেষ্টায় বিদ্যালয়ের জন্য একটি ভবন অনুমোদন করিয়েছেন। এবং সকল ভেদাভেদ ভুলে বিদ্যালয়ের সার্কিক কাজ করার জন্য আহবান জানান সর্বোপরি অনুষ্ঠানটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *