ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল ইসলাম সরদারসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলদের আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভা অস্থায়ী কার্যালয়ে দায়িত্বভার
গ্রহনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও
স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ , উপজেলা
নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও ক্ষেতলাল থানা অফিসার
ইনচার্জ রওশন ইয়াজদানী।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান
আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জেলা আওয়ামী লীগের সদস্য
তাইফুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম
মহিউদ্দীন, স্বপন কুমার রায়সহ জনপ্রতিনিধি, ক্ষেতলাল রিপোর্টার্স
ক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের
অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পূর্বে
মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার সকল
কর্মকর্তা-কর্মচারী । শেষে দোঁয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ বিষয়ে নব-নির্বাচিত মেয়র সিরাজুল ইসলাম সরদার বলেন, আজ
আমি স্বল্প পরিসরে কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দায়িত্বভার গ্রহন
করেছি। আপনাদের মাধ্যমে পৌরবাসীর দোয়া চাই যেন সফলতার
সহিত আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *