September 3, 2025, 10:39 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ১১ ফেব্রুয়ারি বেলা ১০ টায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তেতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বিথি রায়কে(২৫) স্বামী সুমন রায়(৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় আহত করেছে।
মুমূর্ষু অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪ টার দিকে বিথী রায়কে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিথীর তিন বছরের সুদীপ্ত নামে একটি ছেলে রয়েছে।
জানা যায়, পাঁচ বছর পূর্বে কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বিথী সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। উচ্চ শিক্ষিত বিথী ও সুমন একে অপরকে সন্দেহ করতো।
এ ব্যাপারে বানারীপাড়া থানার তদন্ত কর্মকর্তা এস আই মামুন জানান বিথীর মৃত্যুর হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে ঘাতক স্বামী সুমন রায়কে আটক করা হয়েছে।#