পাইকগাছায় ৪০ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তার

পাইকগাছা( খুলনা)প্রতিনিধি।।

পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর নাম নুরজাহান (৩৭)। তিনি পাইকগাছা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের শরাফত মোল্লার মেয়ে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) শেখ ইমরুল বলেন, ‘শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা এসডি পরিবহনে এক নারী জাল টাকা নিয়ে পাইকগাছার দিকে আসছেন এমন সংবাদ পাই। এ সময় পাইকগাছা উপজেলার কাশিমনগর পুলিশ বক্সে পৌঁছালে গাড়িটি তল্লাশি করা হয়। তখন নুরজাহান নামের ওই নারীর কাছে থাকা কালো ব্যাগের ভেতরে ১ হাজার টাকার ৪০টি নোট পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো সবই জাল নোট।’ এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘নুরজাহান খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে জাল টাকা সংগ্রহ করে খুলনা জেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ওবায়দুর রহমান ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *