August 29, 2025, 9:39 pm
কুমিল্লা থেকে,তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন ডাঃতাহসিন বাহার সূচনা, তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।গত ২০২২ সালে ১৫ জুন কুসিক মেয়র নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নির্বাচিত হলে অসুস্থতার কারনে সময় পাড় না হতেই গতবছর ১৩ ই ডিসেম্বর ২০২৩ সালে সিংগাপুর একটি হাসপাতালে মৃত্যু বরন করেন।তিনি দুবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করেন।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা টাউন হলে নগর আওয়ামী লীগের সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চার বারের সাংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার। তিনি বলেন আমরা ঐক্য বদ্ধ হয়ে নগরকে সাজাবো,সকলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত।এসময়
ডাঃতাহসিন বাহার সূচনা বলেন আওয়ামী লীগের নেতা হিসেবে নয় সকলের নেতা হিসেবে সেবা দিবো।আমি নির্বাচিত হলে নগরকে পরিকল্পিত নগর গরবো।