August 31, 2025, 12:05 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চল্লিশ দিন ধরে ইভা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। গত বছরের ২৭ ডিসেম্বর হরিণাকুন্ডুর কুলবাড়িয়া গ্রামের শ^শুর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ইভা খাতুনের পিতা আলমগীর হোসেন। ইভা খাতুন একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। লিখিত জিডি সূত্রে রোববার জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে কোথাও বের হয়ে আর ফিরে আসিননি ইভা। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে মেয়েকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তার পিতা আলমগীর। তিনি জানিয়েছেন, নিখোঁজের চল্লিশ দিন পার হলেও মেয়ের কোন হদিস নেই। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা শংকার মধ্যে আছে। গৃহবধুর পিতা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তার শ্বশুরবাড়ির লেঅকজন কোন গুরুত্ব দিচ্ছেন না। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ইভা নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূর সন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোঁজ করার চেষ্টা চলছে।
ঝিনাইদহ
আতিকুর রহমান।।