বিএসটিআই রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।

অদ্য ০৪.০২.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. মেসার্স রাবেয়া ফ্লাওয়ার মিল, রাবেয়ার মোড়, সোনাপুকুর, পার্বতীপুর, দিনাজপুর
২. মেসার্স জে এম এস ব্রিকস (ঔগঝ), লক্ষ্মীপুর, নেংড়ীহাট, পাহাড়ভাংগা, সদর, ঠাকুরগাঁও।
৩. মেসার্স এস এম ব্রিকস (ঝগই), ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
৪. মেসার্স কে এস ব্রিকস (কঝই), আরাজী মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
৫. মেসার্স একতা ব্রিকস ফিল্ড-২(একতা), আরাজী ঝারগাঁও, মোলানী, সদর, ঠাকুরগাঁও
৬. মেসার্স কেয়া ব্রিকস (কেয়া), কালমেঘ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
৭. মেসার্স কেয়া ব্রিকস (২) (কেয়া২), কালমেঘ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
৮. মেসার্স জাপান ব্রিকস (ঔচই), লালাপুর, কালমেঘ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
৯. মেসার্স সামিহা ব্রিকস (ঝগঐ), মাধবপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
১০. মেসার্স মৌমি ব্রিকস (গঙগ), কালমেঘ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
১১. মেসার্স দইঘর, কলেজ রোড়, চৌরাস্তা, সদর, ঠাকুরগাঁও
১২. মেসার্স রোজ ফুড এন্ড বেকারী, কলেজ রোড়, চৌরাস্তা, সদর, ঠাকুরগাঁও
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *