August 31, 2025, 9:10 am
হবিগঞ্জ প্রতিনিধি।।
আজমিরীগঞ্জ জলসূখা ইউনিয়ন পরিষদ মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে জলসূখা ইউনিয়নের এক ঝাঁক যুবক।আজ শনিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় জলসূখা ইউনিয়ন পরিষদ মাঠে জলসূখা ইউনিয়ন সেভেন স্টার যুবকদের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন।উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন। টুর্নামেন্টে তিনি বলেন, ক্রীড়ার প্রতি আমি আকৃষ্ট, আমি ক্রিকেট,ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রকারের খেলায় অংশগ্রহন করেছি,আপনারা যুবকরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সব ধরনের সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করার পর জলসূখা বাজারের ব্যবসায়ীদের সাথে গন সংযোগ ও মতবিনিময় করেন।স্থানীয় সূত্রে জানা যায়, আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে সামজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।করোনাকালীন থেকে শুরু করে বন্যাদূর্গতের মাঝে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প,শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেছেন।আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের আকবর হোসেনের জনসংযোগকালে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান আলী,আওয়ামী লীগ নেতা অনু মিয়া,আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম,কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃসোহাগ মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আফসার মিয়া,আকবর হোসেন ফাউন্ডেশনের সদস্য আবদুল গনি,সেচ্ছাসেবক লীগের নেতা সাগর মিয়া, ফাউন্ডেশন সদস্য নাজমুল মিয়া, জলসুখা বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ অনেক লোকের উপস্থিতি ছিলো। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর হোসেন জলসুখা বাজারে গন সংযোগকালে সবার নিকট দোয়া ও আশীর্বাদ চান।