রাঙামাটিতে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল মেলার ২য় দিন

রিপন ওঝা,পার্বত্য প্রতিনিধি।

রাঙামাটিতে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল মেলার ২য় দিন চলছে,গত ১লা ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময়ে বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান,এনডিসি।

তিন পার্বত্য জেলার রাঙামাটির চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ৩দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন বিকাল ০৩টা থেকে রাত সাড়ে ০৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের পরিচালনা সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

পার্বত্য তিন জেলার ১৬টি সম্প্রদায়ের রসনা বিলাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী বাহারি খাবারসামগ্রী পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্বত্য সংস্কৃতি প্রতিফলনের লক্ষ্যে আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, গুর্খা, অহমিয়া, খেয়াং, খুমি, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ ১৬টি সম্প্রদায় তাদের সুস্বাদু খাবার সামগ্রীসমূহ নিয়ে ঐতিহ্যবাহী এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *