চেক হারিয়ে যাওয়ায় বিপাকে স্কুল কর্মচারী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় চেক হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেলাল হোসেন (৩৮) নামে এক স্কুল কর্মচারী। বেলাল হোসেন উপজেলার সিলেমানপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে। তিনি আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। বেলাল হোসেন জানান, জনতা ব্যাংক লিঃ পাইকগাছা শাখায় আমার একটি ব্যাংক হিসাব রয়েছে, যার স য়ী হিসাব নং-০১০০০২৯১০০৭২৬। উক্ত হিসাবের বিপরীতে মূল চেক বই হারিয়ে গিয়েছে। যার মধ্যে ৬০০৭০৮৩৪৬৭৬ হতে ৬০০৭০৮৩৪৬৮০ পর্যন্ত ৫টি চেকের পাতা রয়েছে। এর মধ্যে দু’একটি পাতায় স্বাক্ষর করা থাকতে পারে। এর দ্বারা কেউ ক্ষতি করতে পারেন এমন আশংকায় ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা সহ পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৩৬১, তাং-২৬/১২/২০২৩ ইং। কোন স্বহৃদয়বান ব্যক্তি চেকের পাতাগুলো পেয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক, থানা অথবা ব্যক্তিগত স্কুল কর্মচারী বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *