August 31, 2025, 12:44 pm
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনির সভাপতিত্বে নার্সারী ও ৬ষ্ঠ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের ফুলেল বরণ ও আসন্ন এসএসসি/২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত এ মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাগণের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে ফুলেল বরণ, আসন্ন এসএসসি/২৪পরীক্ষার্থীদের মাঝে রুটিনসহ শিক্ষা উপকরণ দেয়া হয় এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্যে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া/আর্শীবাদ ও শুভকামনা করা হয়েছে।
নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শুরুর পূর্বে সকল ধর্মের পবিত্র ধর্মীয়গ্রন্থ পাঠ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের ১ম পর্ব শেষ হওয়ার পরে ২য় পর্বে কৃতি শিক্ষার্থীদের আয়োজনে ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।
এসএসসি/২৪ পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।