July 4, 2025, 6:34 am
ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় সংরক্ষিত আসনের আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ জেলা, আওয়ামী লীগের সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা,জেলা পরিষদ থেকে দুইবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ময়মনসিংহের জনবান্ধব নারী নেত্রী আরজুনা কবির বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ এলাকাকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলব। এই এলাকার জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার, এমপি হবো জনতার।
শুক্রবার (২৬শে জানুয়ারী) তিনি এই প্রতিনিধির সাথে আলোচনাকালে এসব কথা বলেন।
আরজুনা কবির বলেন, আমি এমপি নির্বাচিত হলে সংরক্ষিত আসন এলাকা ময়মনসিংহের নাগরিকদের সরকার থেকে প্রাপ্য সব সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা,ইউনিয়ন এলাকায় কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।