সুন্দরগঞ্জে ৮ জুয়ারিসহ গ্রেফতার-১৩

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারিসহ ১৩ জনকে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বেলকা বাজার হতে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ আনজু মিয়া (৩৫), পিতা- মৃত নাদের ব্যাপারি, ২. মোঃ আতিকুর রহমান (৩২), পিতা- মোঃ মন্টু মিয়া, উভয় সাং- মধ্য বেলকা, ৩. মোঃ সুলতান ইলাম (২৪), পিতা- মৃত কোরমান আলী, সাং- পশ্চিম বেলকা, ৪. মোঃ ওসমান আলী (২৫), পিতা – মোঃ মন্তাজ আলী বিশ্বাস, ৫. মোঃ আঙ্গুর আলী (৩৫), পিতা- মোঃ খালেক আলী, ৬. মোঃ আতাউর রহমান(৩৫), পিতা- মোঃ আব্দুল হামিদ, সর্ব সাং- চর বেলকা, ৭. মোঃ নয়ন মিয়া (২৩), পিতা মোঃ আব্দুল হান্নান, ৮. মোঃ আনারুল মিয়া (৪০), পিতা- হাজের উদ্দিন, উভয় সাং- কানি চরিতা বাড়ি, সর্ব থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদেরকে এবং কঞ্চিবাড়ি এলাকা হতে আসামী ১।তাজরুল ইসলাম, পিতা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, ২ নং আসামি মো:রবি মিয়া, পিতা-মো:হাবিজার রহমান ৩। মো: নজরুল ইসলাম, পিতা-মৃত আবেদ আলী, ৪। মো:মোনারুল ইসলাম, পিতা-মৃত দেলবার হোসেন, সকলের সাং-পাচগাছি শান্তিরাম, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদেরকে গ্রেফতার করা হয় । দীর্ঘ দিন হতে পলাতক জিআর ২৭৪/১৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ গাজিউল ইসলাম(৩৫), পিতা- আবদুল মতিন, সাং- খামার পাঁচগাছি, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাকে গ্রেপ্তার পূর্বক মোট ১৩ জন আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *