August 31, 2025, 6:02 am
মোঘল সুমন শাফকাত।
বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ মান্নান ইন্তেকাল করেছেন…ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি ফুসফুসের জটিলতা, কিডনীর জটিলতা সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন যাবৎ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সিসিইউ ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারী শুক্রবার সকালে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও তিন কণ্যা সন্তান ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে ও বানারীপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, বাংলাদেশ আওয়ামীলীগ বানারীপাড়া উপজেলা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা সকাল ১১ টায় ঢাকা মালিবাগ কাউন্সিলর অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা আজ বাদ আসর বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ও তৃতীয় জানাজা মাগরিববাদ মরহুমের গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদ মলঙ্গার নরোত্তমপুরে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের ২য় জানাজার পূর্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা ও পুলিশ প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সলিয়াবাকপুরের সাবেক সফল চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু প্রমূখ।