August 31, 2025, 8:11 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ৫৭৬ বোতল (৫৭.৬ লিটার) মাদকদ্রব্য অবৈধ এ্যালকোহল সহ ০৩ জন গ্রেফতার করেন পুলিশ।গত(২৩শে জানুয়ারি)২০২৪ইং লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নের্তৃত্বে সদর থানাধীন পৌরসভার লালমনিরহাট টু পাটগ্রাম গামী পাকা রাস্তা সংলগ্ন মেসার্স কামরুল এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হতে রফিকুল ইসলাম @ ভেজাল(৩০), পিতা-জয়নাল আবেদীন, আব্দুল হাকিম (৪০), পিতা-মৃত ময়েজ উদ্দিন, উভয়ের সাং-ষাড়পুকুর চওড়াটারী, রাজু মিয়া (৩৮), পিতা-সোলেমান আলী, সাং-ষাড়পুকুর পাঠানটারী, সকলের থানা-আদিতমারী,জেলা-লালমনিরহাট।৫৭৬বোতল(৫৭.৬লিটার) মাদকদ্রব্য অবৈধ এ্যালকোহলসহ হাতে নাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয় মামলা নং- ৪৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৯(খ)/৪১ রুজু করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পৌরসভা এলাকায় অভিযানে চালিয়ে ৫৭৬ বোতল (৫৭.৬ লিটার) মাদকদ্রব্য অবৈধ এ্যালকোহল সহ ০৩ জন কে গ্রেফতার করেন পুলিশ।
হাসমত উল্লাহ ।।