August 30, 2025, 8:37 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়ার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া শাহ্ জব্বারিয়া তরুণ সংঘ’র পরিচালনা কমিটি (২০২৪-২৬) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি শুক্রবার আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি রাশেদ ফারুক আলমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম সমিতির আন্তর্জাতিক সম্পাদক মামুনুর রশীদ রাসেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাকসুদ আলম আলমদার।
অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মতিন আলমদার,হাবিবুর রশীদ শাকিল,ফয়সাল চৌধুরী।
কার্যকরী কমিটির সহ-সভাপতি কাজী নয়ন,সাখাওয়াত হোসেন রিয়াজ, শাহেদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হাসান,লোকমান হাকিম ফরমান,সাংগঠনিক সম্পাদক কাজী জসীম,সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান জনি,অর্থ সম্পাদক নজরুল ইসলাম হৃদয়।
এবং সিনিয়র সদস্য আয়ুব খান আলমদার,আবু সিদ্দিক মনু সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।