August 31, 2025, 12:00 am
এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
রবিবার (২১ জানুয়ারি-২৪ ইং) তারিখ বিকেলে ইসির অতিরিক্ত সচিব এর তথ্যে জানাগেছে আগামী ৯’ই মার্চ দেশের ৯ টি পৌরসভার সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে— পটুয়াখালী সদর , বরগুনা জেলার আমতলী, সাতক্ষীরা পৌরসভা, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সুনামগঞ্জ জেলার তাহেরপুর, ময়মনসিংহের ত্রিশাল, জামালপুরের বকশীগঞ্জ ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা সহ সর্বমোট ৯ টি পৌরসভায় ভোটগ্রহন করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়মঅনুযায়ী সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।